http://nirbhiknews.com/wp-content/uploads/2018/06/jerusalem.jpgফিলিস্তিনি বিক্ষোভের মুখে ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল করলো আর্জেন্টিনা। নিরাপত্তা বিবেচনায় মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

ম্যাচের সূচি ঠিক হওয়ার পর থেকেই ব্যাপক বিক্ষোভে নামে ফিলিস্তিনিরা। আর্জেন্টিনাসহ অন্য অনেক দেশেও দেখা দেয় বিক্ষোভ। ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসির কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনাও ঘটে। ইসরায়েলে খেলতে গেলে হামলা চালানো হবে শোনা গেছে এমন হুমকির কথাও।

অবশেষে ম্যাচটি বাতিল করায় আর্জেন্টিনাকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিন। ম্যাচটি হওয়ার কথা ছিলো জেরুজালেমের টেডি স্টেডিয়ামে। এক সময় যেখানে ফিলিস্তিনের একটি গ্রাম ছিলো। ১৯৪৮ সালে গ্রামটি গুড়িয়ে দেয় ইসরাইল।