Bhaluka 18 May 2017আবুল বাশার শেখ, ময়মনসিংহ প্রতিনিধিঃ টেকশই উন্নয়ন লক্ষমাত্রায় শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভূমিকা শীর্ষক একদিনের সেমিনার বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডা. এম.আমানউল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, ভালুকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক উল্লাহ চৌধুরী, এ্যাপোলো ইন্সটিটিউট অব কম্পিউটারের অধ্যক্ষ এ.আর.এম শামছুর রহমান, ডিওআইসিটি এর এসিস্ট্যান্ড প্রোগ্রামার নূর-ই-আলম সিদ্দিকী প্রমুখ।