Nirbhiknewsব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাস, ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন।

রবিবার (৮ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার মালিহাতায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও সরাইল উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।