DSE-01সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে । সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫২৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৩০ শতাংশ কম।

এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬৪ পয়েন্টে নামে। ডিএসইতে লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৭৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট কমে ১৪ হাজার ২৩৮ পয়েন্টে নামে। সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার,যা আগের দিন থেকে ১৫ দশমিক ৪৭ শতাংশ কম। লেনদেনে থাকা ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৩২টি ও অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।