Nirbhiknewsঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনের কারণে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারির মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও এর সমমানের দুটি পরীক্ষা পেছানোর সমূহ সম্ভাবনা রয়েছে।

আজ (২৬ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এ বিষয়ে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলেছেন। পরীক্ষা পেছানোর বিষয়ে কথা হয়েছে বলে তাঁরা সংবাদমাধ্যমকে জানান। তবে, এ বিষয়ে কোন আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

হেলালউদ্দিন আহমেদ বলেন, আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারির পরীক্ষা পেছানোর বিষয়ে বোর্ড কর্মকর্তারা তাঁদের সম্মতি জানিয়েছেন।

উল্লেখ্য, ডিএনসিসির স্বনামধন্য মেয়র আনিসুল হকের মৃত্যুতে মেয়র পদের উপ-নির্বাচন আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি ডিএনসিসির উপ-নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়া হবে। ফলে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।