Road+accident +habiganje_sylhetআজিজুল ইসলাম সজীব. হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুকনপুরে সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন (২৬) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। বুধবার (১৬ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন সিলেটের জৈন্তা উপজেলার সামছু মিয়ার ছেলে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র কর্মকার নিহতের বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্র জানায়, সকালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী বালু বোঝাই একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ফারুক হোসেনের মৃত্যু হয়। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।