orion-infusion-ltdপুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন শেয়ারধারীদের ১৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৫ ডিসম্বের সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে । ভেন্যু: অফিসার্স ক্লাব, ২৬, বেইলি রোড, রামনা, ঢাকা। লভ্যাংশ পেতে শেয়ার নিবন্ধনের তারিখ (রেকর্ড ডেট) ২৬ নভেম্বর।

কোম্পানি ডিএসইকে জানিয়েছে, আলোচ্য হিসাব বছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯ টাকা ২১ পয়সা এবং শেয়ার প্রতি নগদ অর্থের যোগান (এনওসিএফপিএস) ছিল ৩ টাকা ৪১ পয়সা।