Abul Bashar Sheikh

খুব বেশি কাছাকাছি

ঠিক বাহুবন্ধি
মননে কামনা বাসা বাঁধে,
সরলতার বিশ্বাসে দেহ ভাগাভাগি।
চিকন কোমর ভাসমান নাভিমূলে
মৌনতায় যৌনতা পাগল করে
অহেতুক মিলন বাসনা
হাতরে বেড়ায় এখানে ওখানে।
একটা সময় ভেদাভেদ ভেঙ্গে-
দেহতত্ত্বে উন্মাদনা জাগায় লালন,
আট কুঠরি নয় দরজা….
চলছে হিসেব, আসল নকল সব এক
দিনের আলোয় নিরবতার বসতি;
গহীন রাতের গল্প ফিসফিস
দূর থেকেই না হয় একটু খবর নিস।