shakib-bubly-dhaliud-dhakaআসিতেছে  ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’। প্রযোজক সেলিম খান জানালেন, সেন্সর বোর্ডে জমা পড়েছে ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’।

প্রযোজক জানান, ছাড়পত্রের জন্য বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’। আশা করছেন শিগগিরই সেন্সর সনদ পাবেন।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলি। নায়ককে দেখা যাবে চট্টগ্রামের বুলিতে, আর নায়িকার ঠোঁটে শোনা যাবে নোয়াখালীর আঞ্চলিক ভাষা। আরো আছেন মৌসুমী ও ওমর সানী।

প্রযোজক সেলিম খান আরো জানান, সবকিছু ঠিক থাকলে ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’। ইতোমধ্যে সেই প্রস্তুতিও শুরু হয়েছে।

সিনেমাটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। তিনি জানান, গতানুগতিক গল্পের বাইরে নির্মিত হয়েছে ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’। এতে অ্যাকশন-কমেডির মিশেল পাবেন দর্শক। যা ঈদের উৎসবমুখর পরিবেশের জন্য মানানসই।